Welcome to
Anontolota

Your cozy haven in the heart of Birbhum. Explore the vibrant culture of Shantiniketan, where Rabindranath Tagore's legacy comes alive.

After a day of immersing yourself in the wonders of Poush Mela and the region's red soil landscape, our modern, well-appointed rooms and private backyard provide the perfect retreat.

With a prime location for easy access to Birbhum's attractions, Anatolota ensures your stay is as memorable as your explorations.

4.9

Rating based on 250+ reviews

আমি সোমনাথ সরকার, জন্ম কোলকাতাতে। কিন্তু ছোটবেলা থেকেই গ্রামের শুদ্ধ বাতাস, মাটির গন্ধ, পুকুরের জল, বিভিন্ন গাছ দেখার সৌভাগ্য হয়েছে বিভিন্ন সময়ে। বিভিন্ন জায়গায় প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে পেরেছি। গ্রাম বলতে বোলপুর, আমার কাছে মাটির সাথে কথা বলার জায়গা। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ছড়িয়ে ছিটিয়ে আছে, অনেক সময় তাদের গ্রামের বাড়িতে ঘুরতে গেছি। কিন্তু বোলপুরের লাল মাটির গন্ধ, বিভিন্ন গাছের বাহার, সারি সারি ফুল আমাকে গ্রামীণ পরিবেশকে ভালোবাসার নতুন ইন্ধন জুগিয়েছে। বেশ কিছুটা বড়ো হওয়ার পর মনে মনে একটা সুপ্ত বাসনা তৈরি হতো... যদি কখনো বোলপুরে আমার একটি বাড়ি থাকে! ২০১৮ সালে আমার আলোকচিত্রের একটি কাজে বোলপুরে ছবি তুলতে যেতাম । তখন পরিণত বয়স এবং ভালোমন্দের বিচার করার ক্ষমতা একটু একটু হয়েছে। আমার এক বন্ধুর সহযোগিতায় বোলপুরের দ্বারোন্দায় ২০১৯ এ একটি মাটির বাড়ি কিনেছি। যে বিষয়ের উপর কাজ করেছিলাম সেটির নাম ‘ফুলে ফুলে’, আমার দ্বিতীয় একক আলোকচিত্র প্রদর্শনী। সেখানে বাংলার নাম না জানা পরিচিত কিছু ফুল নিয়ে প্রদর্শনী করেছিলাম। ঐ তালিকায় অনন্তলতা নামে একটি ফুলগাছ ছিলো। এটি ঝোপ ঝাড়ে বেড়ে ওঠা লতানো গাছ। অপূর্ব সুন্দর এই ফুলটির সঙ্গে মানুষের সেই অর্থে কোনো পরিচয়ই নেই। তাই সে বেঁচে থাকুক আমার মাটির বাড়িটির “অনন্তলতা” নামের মধ্যে।

অনন্তলতা যাওয়ার যোগাযোগ ব্যবস্থা


  • # হাওড়া এবং শিয়ালদহ থেকে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার সারা দিনে প্রচুর ট্রেন আছে । বোলপুর স্টেশন থেকে অনন্তলতার দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার টোটোতে উঠে বনভিলা বাসস্ট্যান্ডে এসে যেতে হবে দ্বারোন্দা গ্রামে। ল্যান্ডমার্ক বনলক্ষ্মী থেকে এগিয়ে BSNL, Tower এর সংলগ্ন অনন্তলতা অবস্থিত।
  • # বোলপুর থেকে টোটোতে একটু খরচা সাপেক্ষ (রিজার্ভে ১৫০/২০০ টাকা পড়ে যায়) , তাই স্টেশন থেকে টোটো করে জামবুনি বাস স্ট্যান্ডে এসে ইলামবাজারগামী বাসে উঠে বনভিলা বাসস্ট্যান্ডে নেমে ১/২ মিনিটের হাঁটাপথে অর্থাৎ ১৫০ মিটার দূরত্বে অনন্তলতা।
  • # কলকাতা থেকে ধর্মতলা L২০ বাস টার্মিনাল থেকে ইলামবাজার যাওয়ার বাস প্রত্যেক ২ ঘণ্টা অন্তর আসে। ইলামবাজার থেকে ৭ কিলোমিটার দূরত্বে বনভিলা বাসস্টপ। ইলামবাজার থেকে টোটো করেও আসা যেতে পারে। আবার বোলপুরগামী বাসে উঠে বনভিলা নামতে পারেন।
  • # কলকাতা ধর্মতলা L২০ বাস টার্মিনাল থেকে AC volvo বোলপুর-সিউরিগামী বাস সারাদিনে দু'বার যায়। বাসটি শক্তিগড়ে কিছুক্ষণ বিরতি দেওয়ার পর পানাগড় ইলামবাজার হয়ে বোলপুর যায়। আপনারা ইচ্ছা করলে বনভিলা বাসস্ট্যান্ডে নেমে যেতে পারেন।
  • # কলকাতা থেকে সরাসরি গাড়ি নিয়ে আসতে পারেন। সেই ক্ষেত্রে ডানকুনি ও পালসিট টোল পার করার পর শক্তিগড় হয়ে ডান দিকে বর্ধমানে ১০৮ শিবমন্দির পড়বে সেই রাস্তা বরাবর চলে আসলেন বোলপুরে শিবতলার চার রাস্তার মোড় পড়বে, তার বাম দিকের রাস্তা ইলামবাজারগামী। কিছুটা পথ এগিয়ে বনভিলা বাসস্টপ। কলকাতা থেকে অনন্তলতার দূরত্ব মাত্র ১৮০ কিলোমিটার।

অনন্তলতার দরজা আপনাদের জন্য সব সময় খোলা, শুধু আসার এক সপ্তাহ আগে জানালে সুবিধা হয়।

পল্লী বাংলা বলতে আমাদের চোখের সামনে যে ছবি ফুটে ওঠে। তা অনন্তলতায়ে কিছুটা চেষ্টা করা হয়েছে। খড়ের চাল, মাটির বাড়ি, একচিলতে উঠোন… আদিবাসী সম্প্রদায় মানুষজন ওঁদের বাড়ির বাইরে দেওয়ালে মুরালের কাজ, চালায় হাড়ি বেধে রাখা যাতে ক্লান্ত পাখিরা একটু বিশ্রাম করে যেতে পারে। কিছুটা ওঁদের প্রতি সম্মান রেখে আমি অনন্তলতার বাইরের দেওয়ালে চেষ্টা করেছি মাত্র। মাটির বাড়ি যেমন আছে, তার সাথে শহরতলী মানুষদের নিত্য প্রয়জনী জিনিস গুলো প্রয়োজন আছে তার কিছু মাত্র সামঞ্জস্য বজায় রেখে অনন্তলতা উপস্থান করার চেষ্টা করেছি। স্নিগ্ধ মাটির গন্ধ, এক রাশ খোলা আকাশ, প্রচুর গাছ সমারোহ অনন্তলতা শুধু আমার নয়। যারা আসবেন তাঁদের দায়িত্ব নিজের মত করে সমস্ত রক্ষণাবেখন করে থাকতে পারেন। সাধারনত যে সকল হোটেল বা রিসোট ব্যবসাই প্রতিষ্ঠানিওরা পরিচালনা করে থাকেন, অনন্তলতা সেই তালিকায় পড়ে না। নিজের মতো করে একান্তে ১/২ দিনের জন্য ঘুরে যেতে পারেন। বাড়ির রক্ষণাবেখন ও পরিচার্য করার জন্য সামান্য অর্থ সাহায্য নিয়ে থাকি, ₹২,৫০০/- করে।আরো বিস্তারিত যানার জন্য যোগাযোগ করতে পারেন এই websit এ www.Anontolota.com Mail করতে পারেন anontolota@gmail.com অথবা wthasapp করতে পারেন 9836637530 এই নাম্বারএ।
Discover
Rooms & Outside

Our rooms at Anatolota are thoughtfully designed to provide the utmost comfort during your stay. Each room exudes a warm and welcoming atmosphere, making you feel right at home. Whether you're traveling for business or leisure, you'll find our accommodations well-appointed and equipped with modern amenities to meet your needs.

Vacation Rental
Anontolota Home Tour Video
Our Services
Home Amenities

Stay Hub offers comfortable rooms with modern amenities, including free Wi-Fi, cozy lounge areas, and friendly staff ready to assist you. We strive to make your stay as comfortable and convenient as possible.

Testiominals

What Client's Say?